সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গ্রেফতারের প্রায় ১৫ ঘণ্টা পরে জামিনে মুক্তি পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহদী হাসান। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলাতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল বেলা শুনানি শেষে বিচারক মাহদীর জামিন মঞ্জুর করেছেন।

এর পূর্বে, শনিবার সন্ধ্যার দিকে শহরের শায়েস্তানগর এলাকা হতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

মূলত, গত বৃহস্পতিবার জুলাই আন্দোলনে সক্রিয় শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনামুল হককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য পরদিন শায়েস্তাগঞ্জ থানাতে যান মাহদী। ওসির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ২০২৪-এ বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া ও এসআই সন্তোষকে আগুনে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি।

পরে, এক ভিডিও বার্তাতে বক্তব্যটিকে 'স্লিপ অব টাং' হিসেবে উল্লেখ করেছে মাহদী। এই ঘটনাতে, মাহদীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর