সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জামালপুরের মাদারগঞ্জে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক্টরের চাপাতে হৃদয় (৮) নামের এক মাদ্রাসা পড়ুয়া শিশুর করুণ মৃত্যু হয়।

গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

বিকেল বেলা কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি এলাকাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় ভেলামারি পূর্বপাড়া গ্রামের ফরিদুল ইসলাম হংকং-এর ছেলে বলে পরিচয় জানা যায়। সে ভেলামারি পূর্বপাড়া দারুল উলুম ইসলামিয়া হেফজ মাদরাসা ও এতিমখানার প্রথম শ্রেণির একজন শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিকেল বেলা পাঁচটার দিকে হৃদয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য শিশুর সাথে খেলছিল। এই সময় একটি ট্রাক্টর পাশ দিয়ে যাওয়ার সময়, একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে পড়ে ও খেলাধুলাতে মগ্ন থাকা অবস্থাতে থাকা হৃদয়কে চাপা দেয়। গুরুতর আহত অবস্থাতে স্বজনরা তাকে দ্রুত জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেছেন, এই দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর