জামালপুরে কলা বাগান হতে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
জামালপুরের মেলান্দহে বেবি আক্তার (৫৫) নামে একজন মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল বেলা ডেফলা সেতুর নিচে কলা বাগান হতে নগ্ন অবস্থাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত বেবি আক্তার উপজেলার কাঙ্গাল কোষা এলাকার ধোলা মিয়ার মেয়ে বলে পরিচয় জানা যায়। তিনি দীর্ঘ ২০ বছর যাবত মানসিক ভারসাম্যহীন বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, বিকেল বেলা ব্রিজ এলাকাতে অজ্ঞাত এক ব্যক্তি প্রকৃতির ডাকে সারা দিতে নিচে নামলে বেবি আক্তারের নগ্ন অবস্থাতে মরদেহ দেখতে পায়। এরপরে আশেপাশের লোকজনকে জানানোর পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। খবর পাওয়ার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জামালপুর সহকারী পুলিশ সুপার (মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়। সুরতহাল রির্পোটে গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা এলেই পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
