সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পুরো বিশ্বে যার খ্যাতি তিনি ডক্টর জাকির নায়েক। বিশিষ্ট ইসলামিক স্কলার ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিশারদ হিসেবে তিনি বেশ পরিচিত। আগামী নভেম্বর মাসে তিনি ঢাকায় ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন বলে জানা যায়।

আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বলেছেন, আগামী ২০ অক্টোবর একটি কনফারেন্সের মাধ্যমে এআয়োজনের বিস্তারিত সময়সূচি ও স্থান ঘোষণা করে দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রাথমিক পরিকল্পনা অনুসারে ২৮ কিংবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবত যাচ্ছে। কিন্ত শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এ প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ডা. জাকির নায়েকের এই আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে বলে বলেছেন আলী রাজ।

উল্লেখ্য, ডা. জাকির নায়েকের বাড়ি ভারতে হলেও দেশটিতে তিনি সম্পূর্ণ নিষিদ্ধ। দীর্ঘদিন যাবত মালয়েশিয়ায় অবস্থান করছেন জাকির নায়েক।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর