ইনকিলাব মঞ্চের সমাবেশ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে যারা গুলি করেছে তাদের ২৪ ঘণ্টার মাঝে গ্রেপ্তার করার জন্য সরকারকে আল্টিমেটাম দেয়া হয়েছে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারকে এই আল্টিমেটার দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাতে করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব নিকট হতে গুলি করে পালিয়ে যায়। এরপরে আশঙ্কাজনক অবস্থাতে দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। এরপরে হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
