সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকাতে অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেড বাংলাদেশ শ্রম আইন ২০০৬–এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য এই কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কারখানার মূল ফটকে আনুষ্ঠানিকভাবে এ নোটিশ সাঁটানো হয়েছে। হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এডমিন অ্যান্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, সোমবার কারখানার শ্রমিকবৃন্দ কর্তৃক বেশ কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম স্থগিত করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। যার ফলে কারখানার অভ্যন্তরে আইনশৃঙ্খলার অবনতি ঘটে।কারখানা কর্তৃপক্ষ অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার জন্য বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক আজকে সকাল হতে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। 

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে ঘোষণা করা হবে।

এইদিকে শ্রমিকরা সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে অনেক উত্তেজিত হয়ে পড়ে। তারা মিতালী ক্লাব হতে কোনাবাড়ী নতুন বাজারের শাখা রোডটি সম্পূর্ণ বন্ধ করে দেয়। এই সময় সব যানবাহন ফিরিয়ে দেয় শ্রমিকরা। বহু যানবাহন চালকদের সাথে তর্কবিতর্ক করতে দেখা যায় শ্রমিকদের।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর