৩ দাবিতে সোমবার হেফাজতের সংবাদ সম্মেলন
প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, কোরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়নের দাবি
৩ দাবি সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশ সোমবার সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে হেফাজতের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ।
রোববার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেফাজতে ইসলাম জানায়, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, কোরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়নের দাবিতে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানিয়েছে হেফাজতে ইসলাম।
স্বাধীনতার বার্তা/মাকা
