সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

চট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর পাড় হতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌরসভার আলমপুর জুন নুরাইন মাদ্রাসার দক্ষিণ পাশের পুকুরের পাড় হতে আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মাদ্রাসার একজন হুজুর যাওয়ার সময় পুকুরের পাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখলে তিনি তার মাদ্রাসার প্রধানকে জানান। এরপরে হুজুর সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল দিতে বলেছেন। ঘটনাটি জানার পরে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী মডেল থানার এসআই সালাউদ্দীন জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তার পরিচয় জানার সর্বোচ্চ চেষ্টা চলছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর