সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় আজ সোমবার (১ ডিসেম্বর) ঘোষণা করা হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এই মামলার রায়টি ঘোষণা করবেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দায়ের করেছে গত ১৩ জানুয়ারি। ইতিপূর্বে দুদকের ৩টি মামলাতে শেখ হাসিনাকে ২১ বছর সাজা দেওয়া হয়েছে।

এই মামলাতে শুধুমাত্র রাজউক কর্মচারি খুরশীদ আলম কারাগারে আছেন; বাকি ১৬ জন আসামিরা সবাই পলাতক আছেন।

দুদক সূত্র বলেছে, শেখ রেহানার বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পে অনিয়ম করে ১০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে এই বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া। এরপরে গত ৩১ জুলাই আদালত আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়। এই মামলাতে মোট ৩২ জন সাক্ষ্য দেন।

আজ রায় উপলক্ষে আদালত পাড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর