হ্যান্ডকাপসহ পালালো আ.লীগ নেতা
হবিগঞ্জের বাহুবল উপজেলাতে আক্রমণ করে হ্যান্ডকাপসহ পালিয়েছে এক আ.লীগ নেতা। তাকে ধরার জন্য সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। রাতভর অভিযানের পরেও তাকে এখনও ধরা যায়নি। পলাতক জসিম উপজেলার পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ছিলেন।এর পূর্বে শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে পুটিজুরী বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের কিছুক্ষণ পরেই জসিম মেম্বার ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে করে পুলিশের এসআই মহসিন রেজা সৌরভ আহত হয় যার ফলে জসিম মেম্বার পালিয়ে যেতে সক্ষম হন। স্থানীয়রা জানিয়েছে, পুলিশ জসিম মেম্বারকে গ্রেপ্তার করার পরে সে চিৎকার করে উঠে এতে করে তার সহযোগীরা তাকে পুলিশের হাত হতে ছিনিয়ে নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে অস্ত্রসহ হামলার ঘটনাতে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। এছাড়াও তিনি বহু মামলার আসামি হিসেবে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।
স্বাধীনতার বার্তা / মেবি
