বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর দাফন সম্পন্ন
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাতে তিনবার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরে ত্বকীর শারীরিক অবস্থার অতিদ্রুত অবনতি ঘটলে তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন এক পর্যায়ে তাকে আইসিইউতে ও পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন সহ সকল শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন ডালপা এলাকার বাসিন্দা মাওলানা বদিউল আলমের সন্তান ছিলেন সাইফুর রহমান ত্বকী। তিনি মারকাযুত তাহফিজ ঢাকা হতে হিফজ সম্পন্ন করেন ও এই প্রতিষ্ঠান হতে একাধিকবার কোরআন প্রতিযোগিতাতে বিজয়ী হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদ্রাসাতে কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।
হাফেজ সাইফুর রহমান ত্বকী বিশ্বের বহু দেশে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন। ২০১৭ সালে মাত্র ১৭ বছর বয়সে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় মোট ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছিলেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। পরবর্তী সময়ে তিনি কুয়েত ও বাহরাইনেও কোরআন প্রতিযোগিতাতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।
মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ও বাদ এশা ডালপা এলাকাতে দুইটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
