সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলিবর্ষণকারীদের অতিদ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে রংপুর মহানগর ও জেলা এনসিপি।  

গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্রেসক্লাব হতে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। শহর ঘুরে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়েছে এই মিছিলটি। এতে করে জেলা ও মহানগর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ ছাত্রজনতা অনেকে অংশগ্রহণ করেন। 

এরপরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলে বক্তব্য রেখেছেন জেলা ও মহানগর এনসিপির নেতারা। 

তারা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করেই নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। জুলাই বিপ্লবের অন্যতম কারিগর ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনার দায় সম্পূর্ণ সরকার ও নির্বাচন কমিশনের। হামলাকারী হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতা। তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

বক্তারা আরো বলেছেন, কিছুদিন পূর্বে তাকে মামলাতে জামিন দেওয়া হয়েছে। এইসব বিষয় খুবই উদ্বেগের সৃষ্টি করে। এই সময়, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তারা। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর