হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে জানালেন ডিএমপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান হাদির খুনের সাথে জড়িত দু'জন ভারতে পালিয়ে গেছেন বলে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল বেলা রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম।
তিনি জানিয়েছেন, আমরা খুব গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। ৮ হতে ১০ দিনের মাঝে মামলার চার্জশিট দেয়া হবে।
তিনি আরও বলেন, এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন, তারা পুলিশি জিজ্ঞাসাবাদে দু'জন ভারতে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
