সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটিন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাতের বেলা শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে এ তথ্য জানিয়েছে তিনি।

ডিএমপি কমিশনার বলেছেন, এখন অবধি ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার হয়েছে। সেইগুলো সিআইডিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। পাশাপাশি ২১৮ কোটি টাকার সই করা একটি চেকও পাওয়া যায়।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেছেন, এ হত্যাকাণ্ডের পিছনে অনেকের জড়িত থাকার সম্ভাবনা আছে। তদন্তের স্বার্থে সকল বিষয় এখানে বলা আমাদের ঠিক হবে না। তাহলে প্রতিপক্ষ এই সকল বিষয়গুলো জেনে যাবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর