সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গুম অধ্যাদেশ ও বেশ কয়েকটি সংস্কারের অগ্রগতি নিয়ে এক নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ১ ডিসেম্বর রাত ১১টার দিকে বহুল প্রতিক্ষীত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতের বেলা, নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এইসব তথ্য জানিয়েছেন তিনি। 

আইন উপদেষ্টা বলেন, কয়েকদিন পূর্বে বিচার বিভাগ স্বাধীন করার জন্য খুব গুরুত্বপূর্ণ আইন সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হয়। আগামী কয়েকদিনের মাঝে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার হবে বলেও জানিয়েছেন তিনি। 

ফেসবুক পোস্টে উপদেষ্টা আরো বলেন, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য ছিলো, সেটি ৯০ শতাংশ সমাপ্ত হয়ে গেছে। বিচার বিভাগ পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও অতিদ্রুত সমাপ্ত করার উদ্দেশ্যে ভূমিকা রাখছে বলেও জানিয়েছেন তিনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর