সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানী ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্ত এই ঘটনাতে কেউ হতাহত হয়নি।

সোমবার (১০ নভেম্বর) ভোররাত আনুমানিক পৌনে ৪টায় এই ঘটনাটি ঘটেছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান এই বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেছেন, ‘গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তাতে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটে।এতে করে কেউ হতাহত হয়নি। কে অথবা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।’

ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়ে তিনি বলেছেন, ‘এখনও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। কে অথবা কারা এ ঘটনার সাথে জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে। কিন্ত এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর