গাইবান্ধাতে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহ করে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেন। স্থানীয়দের ভাষ্যমতে, নিহতরা সকলে পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য ছিলেন।
এর পূর্বে শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে গরুচোর সন্দেহে আবদুস সালাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার করা হয়েছিল। সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
সালাম ছিলেন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এ ঘটনাতে জড়িত সন্দেহে দুলালী বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ। আটকৃত দুলালী হলেন বেলকা নবাবগঞ্জ গ্রামের আবদুল গণি মিয়ার স্ত্রী।
স্বাধীনতার বার্তা / মেবি
