সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

একতা এক্সপ্রেস ট্রেনে পপকর্ন ও নারিকেল বিক্রেতাদের মাঝে সংঘর্ষকে কেন্দ্র করে আল আমিন নামের এক হকারকে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনাতে আহত হয়েছে এক হকার। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাতে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড়গামী দিনাজপুরের সেতাবগঞ্জ স্টেশন অতিক্রমের পরে এই ঘটনা ঘটেছে।রাত সাড়ে ৯টায় ট্রেনটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে পৌঁছালে যাত্রীরা দুজনকে রক্তাক্ত অবস্থাতে নামিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত বলে ঘোষণা করেন ও আহত মিলন সেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চড়বথুয়াতুলি গ্রামের মন্টু মিয়ার ছেলে ছিলেন। আহত মিলনও ওই একই গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা যায়।

একতা এক্সপ্রেস ট্রেনে নিহতের চাচাতো ভাই মাহবুবুর রহমান বলেন, ট্রেনে নারিকেল ও পপকর্ন বিক্রি নিয়ে আকাশ-সুজন ও কুদরতের সাথে আল আমিনের কয়েক দিন যাবৎ বিরোধ চলছিল। যার জের ধরে সোমবার রাতে একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের সেতাবগঞ্জ রেলস্টেশন হতে পীরগঞ্জ অভিমুখে ছাড়লে চলন্ত ট্রেনেই প্রতিপক্ষরা ছুরি দিয়ে আল আমিনের গলা কেটে দিয়েছে। এই সময় মিলন নামের আরো একজন হকার আহত হন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেছেন, খবর পাওয়ার পর পুলিশ স্টেশন ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরে হামলাকারীরা পালিয়ে যাওয়ার জন্য কাউকে এখনো আটক করা যায়নি। দিনাজপুর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা তদন্ত করে অতিদ্রুত ব্যবস্থা নেবে বলে জানান।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর