গ্যাস বিস্ফোরণ নারীসহ ৩ জন দগ্ধ
ফেনী সদরের একটি বাসাতে গ্যাস লিকেজ হতে আগুনের ঘটনাতে নারীসহ তিনজন দগ্ধ হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টায় দগ্ধ অবস্থাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- আবুল কাশেম (৫৫), মো. রফিকুল ইসলাম (৪০) ও জেসমিন আক্তার (৩০)।
এই বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দায়িত্বরত বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিধান চন্দ্র সরকার।
স্বাধীনতার বার্তা / মেবি
