গাড়িচাপায় এক নারীর মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের উপর গাড়ির চাপাতে পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল হুসাইন জানিয়েছেন, সকাল ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে রাত ৩টা হতে ৪টার মাঝেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নিহত নারী ছিলেন ভবঘুরে ও মানসিকভাবে ভারসাম্যহীন। তিনি রাস্তা দিয়ে হাটার সময় অজ্ঞাত কোনো গাড়ির চাকাতে পিষ্ট হন।
এসআই ইকবাল আরও জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার দ্বারা ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলমান আছে। নিহত নারী পরনে ছিল একটি ছাপা শাড়ি। লাশটি ময়নাতদন্তের উদ্দেশ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
স্বাধীনতার বার্তা / মেবি
