গাজীপুরে এক কৃষককে ২পা কেটে হত্যা
গাজীপুরের কালীগঞ্জে দুই পা কেটে ও কুপিয়ে মনির মোল্লা নামের এক কৃষককে হত্যা করে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পারাবর্তা এলাকাতে বন বিভাগের একটি খোলা জায়গা হতে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মনির মোল্লা (৫০) হচ্ছে উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকার বাসিন্দা এবং মৃত হাশেম মোল্লার ছেলে। পেশাতে তিনি একজন কৃষক ছিলেন বলে জানা যায়।
জানা গেছে, ওই এলাকাতে কৃষক মনির মোল্লার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানাতে হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তার মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, ধারালো একটি অস্ত্র দিয়ে নিহতের দুই পা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনাতে এখন অবধি কাউকে গ্রেফতার করা যায়নি। কিন্তু কেন তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
স্বাধীনতার বার্তা / মেবি
