সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গাইবান্ধার বোনারপাড়া-সান্তাহার রুটে চলাচলরত কলেজ ট্রেনের একটি বগি হতে মোজাহার আলী (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

গতকাল (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সান্তাহার হত আসা ট্রেনটি বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরে শেষ বগি হতে এই মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত মোজাহার আলী সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের বাসিন্দা বলে পরিচয় জানা যায়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। তিনি জানিয়েছেন, সান্তাহার হতে কলেজ ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে বোনারপাড়া রেল স্টেশনে যায়। তখন ট্রেনের বগিগুলো পরিষ্কার করছিলো রেলওয়ের ঝাড়ুদাররা। এক পর্যায়ে তারা শেষ বগিতে মোজাহার আলীর এই নিথর দেহ দেখতে পায়।

ওসি আরো জানিয়েছে, এই বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এইটি স্বাভাবিক মৃত্যু। তার পরিচয় নিশ্চিত হওয়ার পরে পরিবারের সদস্যদের তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর