দেশে প্রথমবার টাইফয়েড টিকা বিশেষ কর্মসূচির মাধ্যমে প্রদান
আগামীতে ইপিআই কর্মসূচিভুক্ত হবে টাইফয়েড টিকা
সরকার দেশে প্রথমবার বিশেষ কর্মসূচির মাধ্যমে টাইফয়েড টিকা প্রদান করছে। আগামীতে এটি শিশুদের সম্প্রসারিত টিকা কর্মসূচির (ইপিআই) আওতায় চলে আসবে। তখন কেউ আর কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। টাইফয়েড টিকা নিয়ে সংশয় বা গুজবের কোনো সুযোগ নেই।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে ন্যাশনাল ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশনের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে টাইফয়েড টিকা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ শীর্ষক পাওয়ার প্রেজেন্টেশনে টাইফয়েড টিকার যাবতীয় ইতিবাচক দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন। ন্যাশনাল ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশনের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ইউনিসেফের চট্টগ্রামপ্রধান মাধুরী ব্যানার্জি।
