ফের ভূমিকম্প অনুভূত
সাভারের আশুলিয়ার বাইপাইলে আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৩.৩। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও স্থানীয়ভাবে অনেকেই এই কম্পন টের পেয়েছেন। তিনি বলেছেন, এইটি একটি মাইনর ভূমিকম্প। যার উৎপত্তিস্থল বাইপাইল।
এর একদিন পূর্বেই সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে ১১ জনের মৃত্যু হয়েছে। ঢাকাসহ দেশের নানা এলাকায় সে ভূমিকম্প অনুভূত হয়, যেটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এটির স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।
স্বাধীনতার বার্তা / মেবি
