সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আবার বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন একটি লঘুচাপ। যেটি উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার–বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। লঘুচাপটির প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকাতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামী কয়েক দিনের মাঝে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়লেও অন্যান্য জায়গায় আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা হতে শুরু করে পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টার) পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু স্থানে ও বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গাতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেশের অন্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে বলে আশা করা যায়। এই সময় সারা দেশে রাতের দিকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, কিন্ত দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর