সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান রাব্বি (১৫) নামের একজন মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটেছে।

সে চরলামছি কমান্ডার বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিনের ছেলে ও আমিরাদ মোশাররফ-মোয়াজ্জেম ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল (দশম) শ্রেণির ছাত্র বলে জানা যায়। ২০২৬ সালের দাখিল পরীক্ষাতে অংশ নেয়ার কথা ছিল তার।

নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রাব্বি তার পিতার মালিকনাধীন পোল্ট্রি খামারে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতার জন্য বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছেন।

এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর