ফেনীতে এক টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার
ফেনীতে একজন টমটম চালককে গলা কেটে হত্যা করা হয়। রবিবার (১৬ নভেম্বর) রাতে জেলার সোনাগাজী উপজেলার সওদাগর হাট ব্রিজের পাশ হতে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনোরঞ্জন দাস (৭০) চরচান্দিয়া ইউনিয়নের রাখাল ডাক্তার বাড়ির বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ওই ব্রিজ সংলগ্ন খালের পাড়ে একজন ব্যক্তির লাশ দেখতে পায়। এরপর খবর পেয়ে পুলিশ লাশ শনাক্ত করে ময়নাতদন্তের উদ্দেশ্যে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, সুরতহাল অনুসারে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলমান আছে।
স্বাধীনতার বার্তা / মেবি
