সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানীর ফার্মগেট এলাকাতে মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। এতে করে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরেই রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা হতে মেট্রোরেল চলাচল স্থগিত রয়েছে।

এর পূর্বে দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলেই একজন পথচারী নিহত হয়েছেন। কিন্ত তার নাম, পরিচয় কিছুই জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহত এই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলো সে সময় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড হঠাৎ ওপর হতে নিহত ব্যক্তির মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই সে ব্যক্তির মৃত্যু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, দুর্ঘটনার জন্য দুপুর সাড়ে ১২টায় উত্তরা হতে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল স্থগিত হয়ে গেছে। মেট্রোরেল কখন চালু হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

এর পূর্বে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। যার ফলে আগারগাঁও হতে মতিঝিলে পর্যন্ত টানা ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এই ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এর মাঝেই দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ার এমন ঘটনাটি ঘটল।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর