সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসলামিক ফাউন্ডেশনে জাল সনদ ব্যবহার করে দীর্ঘ ১০ বছর যাবত প্রথম শ্রেণির পদে চাকরি করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত ইসলামি বক্তা মোহাম্মদ ফখরুল আলম আশিকী। সাম্প্রতিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠিতে তার জমাকৃত সনদ জাল প্রমাণিত হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশন তাকে সাময়িক বরখাস্ত করেছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ফখরুল আলম ২০১৫ সালের ১৯ মার্চ তৎকালীন মহাপরিচালক শামীম মো. আফজালের মেয়াদে সহকারী সম্পাদক (৯ম গ্রেড) পদে যোগদান করেছিলেন। 

ফখরুল আলম ২০০৮ সালে বিএ (অনার্স) ডিগ্রি অর্জনের দাবি করে জাল সনদ পেশ করেন। তার নিয়োগের পূর্ব হতেই ফাউন্ডশনে তার যাতায়াত ও দাপট চলমান ছিল। সে সময় তার নিয়োগটি ছিলো আনুষ্ঠানিকতা মাত্র। তার সংশ্লিষ্ট পদটি ফাউন্ডেশনের অর্গানোগ্রাম ও সার্ভিস রুলে অন্তর্ভুক্তির পূর্বেই ও মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই তাকে নিয়োগ দেয়া হয়েছিল।

গত ১৩ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ও পরীক্ষানিয়ন্ত্রণ দপ্তর হতে প্রেরিত চিঠিতে জানানো হয় ফখরুল আলমের পরীক্ষার ফলাফল ছিল ‘ফেল’ ও তার জমাকৃত বিএ (অনার্স) সনদটি জাল হিসেবে শনাক্ত হয়েছে।

এ তথ্য পাওয়ার পরেই ইসলামিক ফাউন্ডেশন হতে ২১ অক্টোবর জারি করা বরখাস্তের আদেশে বলা হয়েছে- ‘আপনার বৈধ সার্টিফিকেট না থাকা অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে নিয়োগ লাভ করেছেন; যেটি সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। ইসলামিক ফাউন্ডেশন চাকরিবিধিমালা ১৯৯৮-এর ৩৮(১)(ক)(গ) ও ৩৯(খ)(চ) ধারার ভিত্তিতে অসদাচরণ ও প্রতারণার দায়ে দোষী হওয়ার একটি শাস্তিযোগ্য অপরাধ। এইজন্য ১৬ অক্টোবর হতে আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর