এনসিপি নেতাকর্মীদের উপর হামলা
রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬জন নেতাকর্মীর উপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটে। গতকাল শনিবার (২o ডিসেম্বর) সন্ধ্যার দিকে মিরপুর-২ পানির ট্যাংকি এলাকাতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশকে সাথে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসাতে যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এই সময় পুলিশের উপস্থিতিতে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এরপরে ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আহতদের অভিযোগ হচ্ছে, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এর সাথে সাবেক আওয়ামী লীগের কর্মীরাও জড়িত।
কিন্তু এ ঘটনাতে এখন পর্যন্ত কোনো মামলা অথবা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
