সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে আটক করে পুলিশ। গতকাল রবিবার (৪ জানুয়ারি) বিকেল বেলা মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা হতে তাকে আটক করা হয়েছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন আটকের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইন্দং এলাকা হতে তাকে আটক করা হয়েছে। আটক পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে। আজ সোমবার (৫ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে। তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ একাধিক অভিযোগে মামলা আছে।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানিয়েছে, তাজুলের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানাতে দায়ের করা ৬টি মামলার পাশাপাশি খাগড়াছড়ি সদর থানার আরও ৫টি মামলা আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর