প্রতিবারের মতো এবারও এগিয়ে মেয়েরা
চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এইবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। পাসের হার ও জিপিএ-৫ উভয় দিকেই এগিয়ে আছে মেয়েরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় অংশ নেয়া ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রীর মাঝে পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। মেয়েদের পাসের হার হলো ৬২.৯৭ শতাংশ।
অপরদিকে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্রের মাঝে পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছেলেদের পাসের হার হলো ৫৪.৬ শতাংশ।
জিপিএ-৫ অর্জনের দিক হতেও এগিয়ে আছে মেয়েরা। চলতি বছর মোট ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে ৩২ হাজার ৫৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।
এইদিকে গত বছরও এইচএসসি ও সমমান পরীক্ষাতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছিল মেয়েরা। সেই বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮। ছাত্রীদের পাসের হার ছিল ৭৯ দমশিক ৯৫। ছাত্রদের পাসের হার ছিল ৭৫ দশমিক ৬১।
জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও এগিয়ে ছিল মেয়েরা। সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মাঝে ৮০ হাজার ৯৩৩ জন ছাত্রী ও জিপিএ–৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৬৪ হাজার ৯৭৮।
স্বাধীনতার বার্তা / মেবি
