এবার গাজীপুরে 'আয়নাবাজি'
গাজীপুরে ১৫ হাজার টাকার চুক্তিতে আসামি সেজে 'আয়নাবাজি' করতে গিয়ে ধরা পড়েছে সাইফুল ইসলাম (৩১) নামের এক যুবক। এরপরে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার (৭ ডিসেম্বর) গাজীপুরে বন আদালতে এই ঘটনা ঘটেছে।
সাইফুল কালিয়াকৈর উপজেলার মোথাজুড়ী তালচালা গ্রামের মো. রহিম বাদশার ছেলে বলে জানা যায়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার তালচালা গ্রামের বাসিন্দা সাত্তার মিয়ার নামের একটি মামলা দায়ের করেছে বন বিভাগ। মামলার নির্ধারিত তারিখে আসামিপক্ষের আইনজীবী শ্যামল ১৫ হাজার টাকার চুক্তিতে মামলা জামিনের কথা বলে প্রক্সি হিসেবে সাইফুলকে আদালতে হাজির করেছেন। এই বিষয়টি ধরা পড়ার পরে সাইফুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এই বিষয়ে জানার জন্য আসামিপক্ষের আইনজীবী শ্যামলকে বহুবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
স্বাধীনতার বার্তা / মেবি
