খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দোয়া চাইলেন ড.ইউনুস
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
গতকাল (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে অন্তর্বর্তী সরকারের প্রেস উইংয়ের পাঠানো একটি বার্তায় এটি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি বিষয়ে খোঁজখবর রাখছেন ও প্রয়োজনীয় সকল চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসাতে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব রকমের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত আছে।
তিনি আরও বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম এক অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেইজন্য প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সকল সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।
এর পূর্বে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত দুইদিন যাবত খালেদা জিয়া ফের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতেই ডাক্তাররা বলেন যে, তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটময়।
স্বাধীনতার বার্তা / মেবি
