সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গাজীপুরে ১৩ বছরের শিশু আশামনি ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। আজ গাজীপুর প্রেস ক্লাবের সামনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজিপুর সচেতন নাগরিক ইউনিটি’র ব্যানারে সর্বস্তরের জনতার অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা আশামনি ধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং প্রশাসনের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, এই ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তারা পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক প্রকাশিত একটি ফেসবুক স্ট্যাটাসকে "মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত" আখ্যা দিয়ে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য আল্টিমেটাম দেন।

প্রতিবাদ সমাবেশ থেকে ‘গাজিপুর সচেতন নাগরিক ইউনিটি’র পক্ষ থেকে উত্থাপিত ৫ দফা দাবি জানান ।

১. পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক প্রকাশিত "মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত" ফেসবুক স্ট্যাটাস আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।

২. শিশু আশামনির ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

৩. মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যার পরিকল্পনাকারী ও হুমকিদাতা পংকজ পালকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

৪. "ধর্মবিদ্বেষী ও উগ্রবাদী" কার্যক্রমের অভিযোগে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

৫. মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামানকে পরিবর্তন করে একজন সৎ, নিরপেক্ষ ও যোগ্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দিতে হবে।

মানববন্ধনে আরও বলেন, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হুমকিদাতা পংকজ পালকে গ্রেফতারের জোর দাবি জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি এই ৫ দফা দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে নেওয়া না হয়, তবে গাজীপুরবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

স্বাধীনতার বার্তা/ ইম

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর