সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জামালপুরের ইসলামপুর ও মানিকগঞ্জের ঘিওরে দুই শিশুকে ধর্ষণের আলাদা আলাদা অভিযোগ উঠেছে। এই অভিযোগে মানিকগঞ্জে মসজিদের একজন মুয়াজ্জিনকে গ্রেপ্তারের পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপরদিকে ইসলামপুরে ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠার পর হতে পলাতক আছেন অভিযুক্ত শিক্ষক।

ইসলামপুরে ধর্ষণের ঘটনাতে গতকাল বুধবার (২৯ অক্টোবর)  দুপুরে উপজেলার গুঠাইল বাজার এলাকাতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

অভিযোগ সূত্রে যায়, মঙ্গলবার উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল এলাকাতে বাবুর বাড়িতে মেয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম হলৌ মো. শামীম উল বাশার, বয়স ৪০ বছর। তিনি উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এই ঘটনাতে বুধবার ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা নিজে বাদী হয়ে থানাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মানিকগঞ্জের ঘিওরে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন (৬৫) নামের এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশুর মায়ের করা মামলাতে অভিযুক্ত মুয়াজ্জিনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনুর ইসলাম বলেছেন, মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলার একটি গ্রামে ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ইমাম হোসেন নামের এক ব্যক্তি চকলেট দেয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়িতে ফিরে এই বিষয়টি তার মাকে বলে। পরবর্তীতে সন্ধ্যার সময় স্থানীয় লোকজন অভিযুক্ত ইমাম হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর