বর্তমানে স্বাভাবিক অবস্থায় আছে ৩২ নম্বরের সেই বাড়িটি
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে চলছে টানা উত্তেজনা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পরে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেখানে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দেখা গেছে বিক্ষোভকারীরা না থাকলেও সর্তক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা সম্পূর্ণ ৩২ নম্বর বাড়িটিকে ঘিরে রেখেছেন ও ৩২ নম্বরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এর পূর্বে সোমবার সকাল হতেই ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে।
দুপুরের পরে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার জন্য তারা সেই বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে পারেনি। রাত পর্যন্ত চলে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাটি।
গতকাল (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায় ঘিরে এই বাড়িটি ফের ভাঙতে যায় একদল তরুণ।
স্বাধীনতার বার্তা / মেবি
