সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইসদাইর এলাকাতে আজ সোমবার (১৭ নভেম্বর) ভোর বেলা দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কিন্তু এই ঘটনাতে কেউ আহত হননি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের রাসেল গার্মেন্টসের শ্রমিকদের জন্য ব্যবহৃত এই বাসটি রবিবার রাতেই আয়কর অফিসের সামনে পার্ক করা হয়েছে। চালক নাসির ও তার সহযোগী নয়ন সেই বাসের মধ্যে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে বাসের স্টিয়ারিং সিটে হঠাৎ আগুন জ্বলে ওঠে, যেটি দেখে দুজনই চিৎকার শুরু করে দেন। আশেপাশের সকল লোকজন দ্রুত এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ফতুল্লা মডেল থানার তিনটি টিম মোট ৫টি টিম ঘটনাস্থলে আসে। চালক নাসির জানায়, ঘুমানোর সময় তারা আগুন লাগার মুহূর্ত দেখতে পাননি। এই আগুনের ফলে বাসের সামনের অংশ ও স্টিয়ারিং সিট ক্ষতিগ্রস্ত হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেছেন, চালক ও হেলপার সতর্ক থাকার জন্য বাসের বড় ধরনের ক্ষতি হয়নি। কিন্তু আগুন লাগানোর এই বিষয়টি তদন্ত করা হচ্ছে ও দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা চলমান আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর