সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। যার ফলে ভীড় এড়ানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর বেলা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শরিফ ওসমান হাদিকে সমাহিত করা নিয়ে ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়। সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের সকল প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাভাবিক চলাফেরাতে সাময়িক এই অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখিত।

এইদিকে, শরিফ ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। সেখানে দুপুর দুইটায় তার জানাজা হওয়ার কথা আছে। এরপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর