সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন।

গতকাল (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম হতে পাঠানো একটি প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজনের মৃত্যু হয়।

এই সময়ে সবচেয়ে অধিক  আক্রান্ত হয় ডিএনসিসিতে। এখানে নতুন করে আরও ১৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও বরিশাল বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে ১৩০ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ডিএসসিসিতে ৮৬, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন অবধি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৪৯ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে মোট  ৮৭ হাজার ৭১২ জন। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর