সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্ত এ সময়ের মাঝে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম হতে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারা দেশে বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে প্রায় ১২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৩ জন, বরিশাল বিভাগে ৫৩ জন চট্টগ্রাম বিভাগে ৯১ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন ভর্তি হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত মোট ২৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মাঝে ১৪৮ জন পুরুষ ও ১৩০ জন নারী। এছাড়াও, চলতি বছরে এখন অব্দি এ রোগটিতে আক্রান্ত হয়ে সর্বমোট ৬৯ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর