ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাতে মামলা
ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাতে একটি মামলা হয়। অজ্ঞাতনামা কয়েক শ’ ব্যক্তিকে আসামি করে এই মামলা করা হয়।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর তেজগাঁও থানাতে ডেইলি স্টারের একটি কর্মকর্তা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। এই বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু মারমা।
এই মামলাতে দাঙ্গা সৃষ্টি করে অবৈধভাবে কার্যালয়ে ঢুকে লুটপাট, ক্ষতি করা, হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ, ভয় দেখানো, অপরাধের প্রমাণ নষ্টসহ নানা অভিযোগ করা হয়েছে। এর পূর্বে গত রবিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মামলা দায়ের করেছে প্রথম আলো। কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন লাগার ঘটনাতে অজ্ঞাতনামা ৪০০ হতে ৫০০ জনকে আসামি করে একই থানাতে মামলা করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
