স্ত্রীর মরদেহ ফ্রিজে রেখে পালালেন স্বামী
রাজধানীর কলাবাগানে তাসলিমা আক্তার নামের এক নারীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যায় তার স্বামী নজরুল ইসলাম। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ অক্টোবর (বুধবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পরে ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কলাবাগান থানা পুলিশ।
এই বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন
বলে আশ্বাস দিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
কলাবাগান থানা-পুলিশ জানিয়েছেন, এই দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুইটি মেয়ে আছে। রবিবার রাতে দুই মেয়ে আলাদা আলাদা ঘরে ঘুমিয়েছিল। সোমবার সকালে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম হতে ডেকে তুলে বলেন, ‘তোমাদের মা আরেকজনের সাথে পালিয়ে গেছে।’
এরপরে তিনি দুই মেয়েকে নিয়ে তাদের ফুফুর বাসাতে রেখে আসেন।
পরবর্তীতে মেয়েরা তার মাকে ফোনে পায় না, বাবাকেও পায় না। এই নিয়ে সন্দেহ হলে তারা বিষয়টি মামাদের জানায়। পরে তাসলিমার ভাইয়েরা পুলিশকে জানালে সোমবার সন্ধ্যায় পুলিশ নজরুলের বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতরে তাসলিমার মরদেহ উদ্ধার করে।
স্বাধীনতার বার্তা / মেবি
