বঙ্গোপসাগরে ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড় ‘মন্থা’ আসছে
আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। গত শুক্রবার (২৪ অক্টোবর) তাদের সর্বশেষ আপডেটে বলা হয়েছে, সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং ২৭ অক্টোবর ঘূর্ণিঝড় ‘মন্থা’-তে রূপ নিতে পারে বলে জানান তারা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে সাগর উত্তাল এবং প্রভল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকবে ঝড়ো বাতাস। ঘুর্ণিঝড়ের নাম ‘মন্থা’, নামটি থাইল্যান্ড থেকে নেওয়া হয়েছে, যার অর্থ সুন্দর ফুল।
এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও বিশেষ সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতের দিকে এগোবে বলে আশা করা হলেও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
