চুয়াডাঙ্গাতে দেখা মিলছে না সূর্যের
চুয়াডাঙ্গাতে গত সারাদিন একবারের জন্যও দেখা মেলেনি সূর্যের। এতে করে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। বিগত দুইদিনে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২০ ডিসেম্বর) এই জেলার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার (২২ ডিসেম্বর) তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলমান শীত মৌসুমে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে নানা স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) রাতের বেলা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন নিজে উপস্থিত থেকে শহরের নানা স্থানে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।
এই সময় জেলা প্রশাসক বলেছেন, শীতার্ত মানুষের সহায়তাতে সরকার সর্বদা আন্তরিক। শীত মৌসুমে কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সেই লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ হতে প্রয়োজনীয় সকল রকমের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। আগামীতেও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই রকমের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে। এই সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার বার্তা / মেবি
