সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কুমিল্লাতে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কাতে দুইজন শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনাতে আরো ২ শ্রমিক আহত হয়েছে। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলো, তোফাজ্জল হোসেন এবং খুরশিদ মিয়া। তারা দু'জন ইটভাঙ্গার শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা বলেন, শুক্রবার বিকেলে বেপরোয়া গতিতে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিল্লার দিকে যাচ্ছিলো। একপর্যায়ে দাউদকান্দি এলাকাতে ওই বাসটি একটি ইটভাঙার মেশিনকে ধাক্কা দেয়। এতে করে ৪ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল ও খুরশিদ মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ বলেছে, সেই বাসটিকে জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলমান আছে। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর