চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ
নিরাপত্তাজনিত কারণের জন্য চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, সম্প্রতি সহকারী হাইকমিশনে ঘটে যাওয়া নিরাপত্তাসংক্রান্ত ঘটনার জন্য চট্টগ্রাম ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম আজ রবিবার হতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা সেন্টার খোলার বিষয়টি জানানো হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পরে চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। তখন বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছে। পরে খবর পাওয়ার পর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেন।
স্বাধীনতার বার্তা / মেবি
