চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে অবরোধ বাতিল
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর আশ্বাসের ভরসাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারীরা। রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পরে এই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এতে করে এই মহাসড়কটি দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
ফোনে শাহজাহান চৌধুরী বলেছেন, ৬ লেনের এই দাবিটি সরকার গ্রহণ করেছেন। জাইকার সহযোগিতাতে ছয় লেনের ৩৪ ফুট রাস্তা হবে বলে সড়ক উপদেষ্টা জানায়। খুবই অল্প সময়ের মাঝে দরপত্র আহ্বান করা হবে। এর এক মাসের মাঝেই কাজ শুরু করা হবে।
এর পূর্বে, রবিবার (৩০ নভেম্বর) সকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকাতে ৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, এ সড়কটিতে প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। কিছু ঝুকিপূর্ণ বাকের
জন্য এ দুর্ঘটনা ঘটেছে। লবনবাহী গাড়ি চলাচলের জন্য লবণ পড়ে সড়কটি সর্বদা পিচ্ছিল হয়ে থাকে। সড়কটি যদি ছয় লেন করা হয় তাহলে দুর্ঘটনা কমবে। এই বিষয়ে সরকারকে অতিদ্রুত পদক্ষেপ নিতে হবে। সরকারের প্রতিশ্রুতি পেলেই অবরোধ তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।
স্বাধীনতার বার্তা / মেবি
