কোম্পানীগঞ্জে এক শিশুর আত্মহত্যা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাতে তানিশা মনি (১০) নামের চতুর্থ শ্রেণির একজন শিক্ষার্থীর গলায় ফাঁস দেয়া অবস্থাতে মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে মুছাপুর ইউনিয়নের চুলু সর্দার বাড়িতে তানিশা মনির মরদেহ গলায় ফাঁস দেয়া অবস্থাতে উদ্ধার করা হয়।
পারিবারিক একটি সূত্রে জানা যায়, মা ও ভাই বেড়াতে যাওয়ার সময় তাকে না নেওয়ার জন্য অভিমানে আত্মহত্যা করেছে তানিশা।
এই দিকে বুধবার (১৯ নভেম্বর) সকালে তানিশার মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের উদ্দেশ্যে প্রেরণ করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, নিহত তানিশা মনি চুলু সর্দার বাড়ির মৃত মোশরফ হোসেনের মেয়ে ও স্থানীয় বাংলা বাজার ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির একজন শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত তানিশার মা ও ভাই বেড়াতে গিয়েছে। তাকে দাদি সালেকা খাতুনের নিকট রেখে যান তারা। এতে করে অভিমানে দাদির অগোচরে ঘরের আঁড়াতে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে তানিশা। এইদিকে তার দাদি অনেকক্ষণ দরজা বন্ধ দেখে জোরে ধাক্কা দিলে ভিতরে তানিশার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর পুলিশ খবর পাওয়ার পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেছেন, ‘প্রাথমিকভাবে এইটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনের ব্যবস্থা নেয়া হবে।’
স্বাধীনতার বার্তা / মেবি
