ছিনতাইয়ের কবলে গার্মেন্টকর্মীর মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মশিউর রহমান (৩৪) নামের এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরবেলা টঙ্গীর মধুমিতা রোড এলাকার বিআরটি উড়াল সড়কটির ঢালে। খবর পাওয়ার সাথে সাথে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ও গাজীপুর মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রনচন্ড্রি গ্রামের মবিন চৌকিদারের ছেলে ছিলেন। তিনি টঙ্গী পাগার হাজী মার্কেট এলাকাতে বিপুলের ভাড়া বাসাতে বসবাস করে বিসিক জিন্স পলো গার্মেন্ট কারখানাতে স্যাম্পলম্যান হিসেবে কাজ করতেন। নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, মশিউর বৃহস্পতিবার জরুরি কাজের জন্য ঢাকা যাচ্ছিলেন। আনুমানিক ভোর পৌনে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুমিতা রোডের বিআরটি উড়াল সড়কের ঢালে একদল ছিনতাইকারী তার পথরোধ করে ও তারা সাথে থাকা সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে ও তৎক্ষণাৎ পালিয়ে যায়। পরে তার চিৎকারে পথচারীরা এগিয়ে আসে ও তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পাওয়ার পর টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতাল হতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
উদ্দেশ্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
